
দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ।
এবার প্রাথমিক সমাপনীতে এবার উত্তীর্ণের হার বেড়েছে। গতবার এ হার ছিলো ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এবতেদায়ীতে এবারই প্রথম সমাপনী পরীক্ষা হয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন। এরআগে সকালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন মন্ত্রী।
এ ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয় এবং শেষ হয় ২৯ নভেম্বর। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২১ লাখ ৫৭ হাজার ১৬৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৩১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
0 comments:
Post a Comment