অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বেলা ৩টায় মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গণভবনে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি ও জেসিডির ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়।
গত ৪ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি ও জেসিডি পরীক্ষা। এতে অংশ নেয় ১৫ লাখ ৫ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবংছাত্রী ৮ লাখ ১১৯ জন।
দেশে এবং বিদেশে মোট ১ হাজার ৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে দেশের বাইরে কেন্দ্র ছিলো ৭টি।
অষ্টম শ্রেণীর সবাই এ পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আলাদা করে বার্ষিক পরীক্ষা দিতে হয়নি।